পিরোজপুরের কাউখালীতে পুকুরে হাঁস নামা নিয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগে মামলা হয়েছে।
উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।
কাউখালী থানায় মামলা হওয়ার পর মাসুম বিল্লাহ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, সোমবার দক্ষিণ নিলতী গ্রামের জমাদ্দার বাড়ির হাসনা হেনার পালিত হাঁস একই বাড়ির মাসুম বিল্লাহর পুকুরে নামে। হাঁসগুলো আনতে গেলে মাসুমের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার পক্ষের লোকজন হেনা ও তার মেয়ে বিথী ইসলামকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, আসামি মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে মঙ্গলবার পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।