নওগাঁর মান্দায় ট্রাকচাপায় শাহজাহান আলী নামের এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী শাহজাহান আলী ফতেপুর গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, শাহজাহান একটি ভ্যানে গ্রামে ঘুরে ঘুরে ভাঙারি জিনিসপত্র কিনে বাজারে বিক্রি করতেন।
মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ভাঙারি কিনে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক ফতেপুর এলাকায় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত ৮টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।