ময়মনসিংহের ভালুকায় ৯ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
শিশুটির বাবা মঙ্গলবার দুপুরে ভালুকা মডেল থানায় মামলাটি করেন। ঘটনার পর থেকেই ওই শিক্ষক পলাতক।
তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
মামলার বরাত দিয়ে ওসি জানান, সোমবার ওই শিক্ষকের কাছে শিশুটিসহ ৮ থেকে ১০ জন প্রাইভেট পড়তে যায়। দুপুর ১২টার দিকে শিশুকে থাকতে বলে অন্যদের ছুটি দিয়ে দেন শিক্ষক।
পরে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। ওই সময় শিশুটি চিৎকার দিলে তিনি থামেন। পরে বিষয়টি কাউকে বলতে নিষেধ করে ১০ টাকা দিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষক।
বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের জানালে রাতে থানায় গিয়ে অভিযোগ দেন তার বাবা।
ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে অভিযোগটি মামলা হিসেবে নেয়া হয়। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।