বেনাপোল চেকপোস্টে ভারতফেরত যাত্রীদের মধ্যে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ও পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা।
ইউএনও বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে ভারতফেরত যাত্রীদের মাঝে সুরক্ষা সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়েছে। দেয়া হয়েছে বিশেষ খাবার। যতদিন পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি যাত্রীরা ফিরে আসবেন, ততদিন আমাদের এ কার্যক্রম থাকবে।’
মঙ্গলবার ভারতফেরত ৯৬ জন বাংলাদেশি ও বাংলাদেশ থেকে ফিরে যাওয়া ২০ জন ভারতীয় নাগরিক সুরক্ষা সামগ্রী ও খাবার পেয়েছেন। ভারতফেরত সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান ইউএনও।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, যশোর জেলা সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, এসআই মফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্যকর্মীরা।