বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্বশুরের মরদেহ উদ্ধার, পুত্রবধূ আটক

  •    
  • ৮ জুন, ২০২১ ১৯:২৭

ওসি বলেন, মৃতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ওই বৃদ্ধকে তার পুত্রবধূ নির্যাতন করতেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তাই তাকে থানায় আনা হয়েছে।

ঢাকার ধামরাইয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃতের পুত্রবধূকে।

উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা এলাকার নিজ বাড়ির পুকুরপাড় থেকে মঙ্গলবার দুপুরে ৭০ বছরের লাবু উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে লাবুর মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ জানান স্থানীয়রা। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।

তদন্তের সময় এলাকাবাসী পুলিশকে জানান, মাঝেমধ্যেই পুত্রবধূ সুমি আক্তার তার শ্বশুর লাবুকে মারধর করতেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য সুমিকে আটক করে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘মৃতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ওই বৃদ্ধকে তার পুত্রবধূ নির্যাতন করতেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তাই তাকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরও বিস্তারিত জানতে পারব।

‘মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

এ বিভাগের আরো খবর