ঢাকার সাভারে বাড়িঘর ভাঙচুরসহ জোর করে জমি দখলের অভিযোগে ছয় ভূমিদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র।
গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মুখ্য বিচারিক আদালতে মঙ্গলবার দুপুরে আসামিদের তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাতে ভাকুর্তা ইউনিয়নের মোগরাকান্দা এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান সাত জনের নামসহ অজ্ঞাতপরিচয় ১০/১২ জনকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. মামুন, মো. রাজীব, মো. বিজয়, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম ও মো. সেলিম । তারা সবাই রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
এজাহারে বলা হয়, ২০০২ সালে মোগরাকান্দা এলাকার তিন দাগের দুই শ শতাংশ জমি থেকে বাদী ১৩ শতাংশ জমি কেনেন। পরে বাউন্ডারি নির্মাণ করে ওই জায়গা ওয়েস্টার্ন কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়।
কিন্তু এক বছর ধরে মোহাম্মদপুর এলাকার সাদিকুর রহমান একই জমি কিনেছেন বলে দাবি করছেন। এমনকি বিভিন্ন সময় ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হুমকি দিচ্ছেন।
সবশেষ রোববার বিকেলে ১৫-২০ জন ভাড়াটে সন্ত্রাসী ওই জায়গায় রামদা, চাপাতি নিয়ে অনুপ্রবেশ করে। এসময় নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় ঘরবাড়িসহ অফিস।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার ও তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ভাকুর্তা এলাকা থেকে ছয়জন ভূমিদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।