বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাইকেল চুরির অভিযোগে ২ জন কারাগারে

  •    
  • ৮ জুন, ২০২১ ১৬:৪৮

গ্রেপ্তার দুজন হলেন ২১ বছর বয়সী সুনিল হরিজন ও ২৩ বছর বয়সী কানাই হরিজন। ওসি জানান, আসামিরা মাদকাসক্ত। তারা নেশার অর্থ যোগাড় করতে চুরি করে বলে স্বীকার করেছেন।

কুড়িগ্রামে বাইসাইকেল চুরির দায়ে সুইপার কলোনি থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

সদর উপজেলার পৌরসভা এলাকার পুরাতন রেলস্টেশনের পাশে সুইপার কলোনি থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন ২১ বছর বয়সী সুনিল হরিজন ও ২৩ বছর বয়সী কানাই হরিজন। তারা দুজনই ওই কলোনির বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুরাতন শহরের সুইপার কলোনিতে অভিযান পরিচালনা করে সুনিল ও কানাইকে আটক করে পুলিশ।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার চৌধুরীপাড়া, ঠিকাদারপাড়া, মুন্সিপাড়া, রিভারভিউ মোড় ও একতাপাড়া বাহারের চর থেকে পাঁচটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আসামিরা মাদকাসক্ত। তারা নেশার অর্থ যোগাড় করতে চুরি করে বলে স্বীকার করেছেন।

এ বিভাগের আরো খবর