চট্টগ্রামের হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকায় কাঁচাবাজার গলির মুখে প্রসববেদনায় কাতরাচ্ছেন এক নারী।
স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কাছের ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করান সুমন নামের এক ব্যক্তি। এরই মধ্যে তিনি ৯৯৯-এ কল করে সহযোগিতা চান।
সঙ্গে সঙ্গে বিষয়টি হালিশহর থানায় জানায় কন্ট্রোল রুম। আর এতে ঘটনাস্থলে পৌঁছে যান নয়াবাজারের পাশে মোবাইল ডিউটিতে থাকা উপপরিদর্শক (এসআই) স্বতেজ বড়ুয়া।
হাসপাতালে নেয়ার ১০ মিনিট পর ওই নারী এক ছেলেসন্তানের জন্ম দেন। উন্নত চিকিৎসার জন্য নবজাতক ও প্রসূতি মায়কে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মকর্তা স্বতেজ।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে মানসিক ভারসাম্যহীন মাকে মঙ্গলবার সকালে পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তার ক্ষতিগ্রস্ত জরায়ুতে অস্ত্রোপচার করা হয়। নবজাতককে রাখা হয়েছে পুলিশের তত্ত্বাবধানে।
এসআই স্বতেজ বড়ুয়া নিউজবাংলাকে বলেন, ‘সোমবার বিকেলে ৯৯৯ থেকে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার ঠিক আগমুহূর্তে ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন। পরে হাসপাতালের বিল মিটিয়ে আমরা নবজাতক আর মাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।’
এসআই আরও বলেন, ‘সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে আমাদের তত্ত্ববাধানে নিয়ে মাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করি।
‘আমরা এরই মধ্যে সব কাগজপত্র সংগ্রহ করেছি। বিকেলের মধ্যে বিষয়টি আদালতকে অবহিত করব। আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।’