বরগুনার বেতাগীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধিতার জেরে তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন সর্দার বাড়ির সামনে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।হামলায় আহত ব্যক্তিরা হলেন মান্নান মৃধা, মান্নান মল্লিক ও শাহজাহান মল্লিক। এদের মধ্যে মান্নান মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মোকামিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন অভিযোগ করে বলেন, ‘সর্দার বাড়িতে গতকাল (সোমবার) সন্ধ্যায় নির্বাচন নিয়ে বৈঠকের কথা ছিল। বিষয়টি জানার পর নৌকা প্রতীকের প্রার্থী জালাল গাজীর ভাতিজা মো. রাজিব, ভাগ্নে সজিব ও সমর্থক মাহফুজুর রহমান দিপুর নেতৃত্বে ১০-১২ জন সর্দার বাড়িতে গিয়ে হামলা চালায়।
‘এ সময় তারা ইলিয়াস সর্দার, জব্বার সর্দার ও শাহীন সর্দারের বসত ঘর ভাঙচুর করে। এতে বাধা দিলে হামলাকারীরা আমার সমর্থক মান্নান মৃধা, মান্নান মল্লিক ও শাহজাহান মল্লিককে কুপিয়ে যখম করে।’
বেতাগী থানার উপপরিদর্শক (এসআই) করুন চন্দ্র বিশ্বাস জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় মান্নান মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
যোগাযোগ করা হলে নৌকা প্রতীকের প্রার্থী জালাল গাজী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কোনো সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করেনি। অন্য কোনো দ্বন্দের জেরে এ ঘটনা ঘটতে পারে।