বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কক্সবাজারে জোড়া খুনে গ্রেপ্তার ১

  •    
  • ৮ জুন, ২০২১ ০৯:৪৮

গত ৩১ মে বিকেলে দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে মো. রায়হান ও মো. সাহেদ নামের দুইজন নিহত হন। এই ঘটনায় গত বুধবার সাতজনের নামে হত্যা মামলা করেন সাহেদের বাবা ফজলুল হক। এর মধ্যে ৪ নম্বর আসামি মঈন।

কক্সবাজার শহরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার মঈন উদ্দিন ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

শহরের রুমালিয়ারছড়াস্থ সমিতি বাজার এলাকায় থাকেন মঈন। কলাতলী এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রুমালিয়াছড়ার সিকদার বাজার এলাকায় গত ৩১ মে বিকেলে দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে মো. রায়হান ও মো. সাহেদ নামের দুইজন নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রায়হান গ্রুপ ও আশু আলী গ্রুপের বিরোধ চলছিল। এর মধ্যে রায়হান গ্রুপের হাসান নামের এক যুবককে অপহরণের অভিযোগ ওঠে আশু আলীর গ্রুপের বিরুদ্ধে। তাকে উদ্ধারে রায়হান গ্রুপের লোকজন ঘটনাস্থলে গেলে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

এ সময় সাহেদ গুলিবিদ্ধ হন ও রায়হানকে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলে সাহেদ ও হাসপাতালে রায়হানের মৃত্যু হয়। সাহেদ ছিলেন রায়হানের প্রধান সহযোগী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, ‘নিহত দুইজনের মধ্যে রায়হান চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুইটি হত্যা ও একটি ছিনতাইয়ের মামলা আছে। আর সাহেদ সম্প্রতি নারী নির্যাতন মামলায় জেল থেকে বেরিয়েছেন।’

এই ঘটনায় গত বুধবার সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জন‌কে আসামি করে হত্যা মামলা করেন সাহেদের বাবা ফজলুল হক। এর মধ্যে ৪ নম্বর আসামি মঈন।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার জানান, মঈন আশু আলী বাহিনীর অন্যতম সদস্য। আশু আলীর বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ এক ডজন মামলা রয়েছে। তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

এ বিভাগের আরো খবর