মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণচেষ্টার শিকার হয় ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী। পরে অভিযোগ ওঠা যুবককে আটক করে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউজবাংলাকে জানান, সোমবার বিদ্যালয়ে থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। পথে তার মুখ চেপে ধরে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ওই যুবক। এ সময় ওই শিক্ষার্থী ধস্তাধস্তি করে পালিয়ে গিয়ে বিদ্যালয়ে অভিযোগ দেয়।
এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করার কথা জানালে ওই যুবককে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা করার জন্য চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীর বাবা। তিনি জানান, সামাজিক বৈঠকে বিষয়টি সমাধানের জন্য গ্রামের বিশেষ একটি মহল তাকে ভয়-ভীতি দেখানোসহ নানাভাবে বোঝানোর চেষ্টা করছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা নিউজবাংলাকে জানান, মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।