বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বজ্রপাতে ৪ দিনে ৫৮ মৃত্যু

  •    
  • ৭ জুন, ২০২১ ২৩:০২

রোববার দেশের ১৮ জেলায় বজ্রপাতে মৃত্যু হয় ৩২ জনের। এর একদিন আগে শনিবার ৭ জন ও শুক্রবার ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউজবাংলার হিসাবে এ নিয়ে গেল চার দিনে মৃত্যু হলো ৫৮ জনের।

বজ্রাঘাতে দেশের বিভিন্ন স্থানে আরও অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।এর আগে রোববার ১৮ জেলায় বজ্রপাতে মৃত্যু হয় ৩২ জনের। এর এক দিন আগে শনিবার ৭ জন ও শুক্রবার ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউজবাংলার হিসাবে এ নিয়ে গেল চার দিনে মৃত্যু হলো ৫৮ জনের।

রাজশাহীর চারঘাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।

চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চক কাপাসিয়া এলাকায় সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন চক কাপাসিয়া গ্রামের মুক্তা বেগম, আলেয়া খাতুন বাবলী, আট বছর বয়সী দুই শিশু মো. পরশ ও মো. সোহান।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ঝড় শুরু হলে কয়েকজন আম কুড়াতে যায়। সেখানে বজ্রপাতে মুক্তা ও আলেয়ার মৃত্যু হয়। আহত চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে পরশ ও সোহানের মৃত্যু হয়।

বাকি দুই আহত শিশু-কিশোর রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন।

পিরোজপুরের স্বরূপকাঠিতে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে।

উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত ৫৫ বছর বয়সী আবুল কালাম ও ৫০ বছর বয়সী জাহানারা বেগম ওই গ্রামের বাসিন্দা।

মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে মৃত কৃষকের পরিবারের আহাজারি

গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর নিউজবাংলাকে জানান, প্রচণ্ড ঝড়ের মধ্যে ওই দম্পতি ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে যায়। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাদের কলাখালী বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের হাকিমপুরের বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে।

উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাহাচড়া গ্রামে সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুই বোন হলো ওই গ্রামের ১২ বছর বয়সী মোহসিনা ও সাত বছর বয়সী মোবারসেরা।

খট্টা মাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে দুই বোন আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে দুজনেরই মৃত্যু হয়।

মাদারীপুরের শিবচরে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ১৮ বছর বয়সী রাকিব শেখ কাঠালবাড়ি ইউনিয়নের দেতারা এলাকার বাসিন্দা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, দুপুরে রাকিব বাংলাবাজার ঘাটে যান। সেখানে কাজ শেষ করে হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি ফেরেন। বাড়ির উঠানে পৌঁছালে বজ্রপাতে তার মৃত্যু হয়।

মেহেরপুরের মুজিবনগরে আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন।

উপজেলার মাঝপাড়া গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী উকিল শেখের বাড়ি উপজেলার বাগোয়ান ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামে।

ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব উদ্দিন নিউজবাংলাকে জানান, উকিল শেখ পাশের গ্রাম মাঝপাড়ার একটি আম বাগান থেকে আম কুড়িয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা তাকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর