কিশোরগঞ্জের তাড়াইলে জলমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি দিগদাইড় গ্রামের বাসিন্দা মতি মিয়ার ছেলে।
সোমবার বিকালে তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
পুলিশ জানায়, উপজেলার দিগদাইড় গ্রামে জলমহাল নিয়ে অলি মিয়া, সুজন মিয়া ও আব্দুল আওয়ালের অনুসারীদের সঙ্গে আছর আলী মেম্বার ও মুকুল মেম্বাদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই সংঘর্ষ হয়।
ধারাল অস্ত্র বিশেষ করে রামদা নিয়ে মারামারি ছাড়াও এক পক্ষে অপর পক্ষকে লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে।
এর মধ্যে শফিকুল দায়ের কোপে আহত হওয়ার পাশাপাশি ইটের আঘাতও লাগে তার গায়ে। গুরুতর অবস্থায় তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যান্যদের একই কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
ওসি মুজিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদেরকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।