বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভূমিকম্পে সিলেটে স্কুলভবনে ফাটল

  •    
  • ৭ জুন, ২০২১ ২২:০৭

সরেজমিনে সোমবার রাতে দেখা যায়, ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবন কিছুটা হেলেও পড়েছে।

ভূমিকম্পে সিলেট নগরের রাজা গিরিশচন্দ্র (জিসি) স্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে। সিলেটে দুই দফা ভূমিকম্পের পর নগরের বন্দরবাজার এলাকার ওই স্কুল ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। রিখটার স্কেলে ৩.৮ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এ ছাড়া ভূমিকম্পে নগরের বন্দরবাজার এলাকার একটি বহুতল বিপণিবিতান হেলে পড়ার গুজব ছড়িয়ে পড়ে। মিলেনিয়াম শপিং সিটি নামের ওই ভবনটি ঘিরে উৎসুক জনতা ভিড় করেন। তবে সংশ্লিষ্টরা বলেছেন, মিলেনিয়াম শপিং মল হেলে পড়ার খবর সত্য নয়। গুজব ছড়ানো হচ্ছে।সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজা জিসি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় ১৮৮৬ সালে নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র।সোমবারের সন্ধ্যার ভূমিকম্পের পর ওই বিদ্যালয়ের ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়। এই ভবনটি সিলেট সিটি করেপারেশনের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত। ২০০৬ সালে এই ভবন নির্মিত হয়। ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয়তলার কাজ সম্পন্ন হয়।সরেজমিনে সোমবার রাতে দেখা যায়, ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবন কিছুটা হেলেও পড়েছে।রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন নিউজবাংলাকে বলেন, ‘ভূমিকম্পের পর স্কুলের আয়ার কাছ থেকে ফাটলের খবর পেয়ে আমি এখানে আসি। আসার পর বিভিন্ন ভবনে ফাটল দেখতে পাই। ভবনটি কিছুটা হেলেও পড়েছে।’বিদ্যালয় খোলার আগেই তিনি এ ভবন সংস্কারের দাবি জানান।সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘ভূমিকম্পে রাজা জিসি স্কুলের একটি ভবনে ফাটল দেখা দেয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।’এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে সিলেটে অন্তত পাঁচটি ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।২৯ মে ভূমিকম্পের পর থেকেই সিলেটজুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে।অনেক বিশেষজ্ঞের মতে, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা দেখা দিয়েছে।

এ বিভাগের আরো খবর