দুলারহাট থানার ওসি মুরাদ জানান, সকালে বাড়ির পাশে নিজের বাগানের সুপারি গাছ কাটছিলেন আলমগীর। ওই সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি গুরুতর আহত হন।
ভোলার চরফ্যাশনে বাড়ির পাশে বাগানের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের নুরাবাদ গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী আলমগীর হোসেন পেশায় কৃষক ছিলেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বাড়ির পাশে নিজের বাগানের সুপারি গাছ কাটছিলেন আলমগীর। ওই সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।