চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, প্রচণ্ড ঝড়ের মধ্যে ওই দম্পতি ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে যায়। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পিরোজপুরের স্বরূপকাঠিতে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে।
উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত ৫৫ বছর বয়সী আবুল কালাম ও ৫০ বছর বয়সী জাহানারা বেগম ওই গ্রামের বাসিন্দা। আবুল কালাম কৃষক ছিলেন। এ দম্পতির চার সন্তান রয়েছে।
গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রচণ্ড ঝড়ের মধ্যে ওই দম্পতি ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে যায়। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।