রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, বিকেলে ঝড় শুরু হলে কয়েকজন আম কুড়াতে যায়। সেখানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
রাজশাহী মহানগরীর কাটাখালীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।
কাটাখালীর চক কাপাসিয়া এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে ঝড় শুরু হলে কয়েকজন আম কুড়াতে যায়। সেখানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
পুলিশ এখনও মৃতদের পরিচয় জানতে পারেনি।