চাঁদপুরের হাইমচরে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার কাটাখালী এলাকার তপদার বাড়ীর সামনে মেঘনার অংশে সোমবার সকালে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আনোয়ার ঢালীর বাড়ি সদর উপজেলার হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দ গ্রামে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর তপাদার নিউজবাংলাকে জানান, রোববার ঝড়ের কবলে পড়া একটি মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। এ সময় নৌকায় থাকা আরো তিন জেলে সাঁতরে তীরে উঠতে সমর্থ হয়। তার হলেন খলিল পাটওয়ারী, সফিক ছৈয়াল ও নৌকার মালিক রব মীর।
তিনি বলেন, ‘সকালে মোগো বাড়ির সামনে নদীর মইদ্যে আনোয়ারের বডি (মরদেহ) দেইখ্যা মুই পুলিশে আর ওর বাড়িতে খবর দেই। পরে হের বাড়ির লোকে আইয়া বডি বাড়িত লইয়্যে গেছে।’
কাটাখালী এলাকার আরেক বাসিন্দা মো. মহসিন মিয়া জানান, রোববার দুপুরে রব মিয়ার নৌকায় তিনিসহ চারজন জেলে কাটাখালির বাজাপ্তি চরের পাশে মাছ ধরছিল। এ সময় হঠাৎ ঝড় উঠলে নৌকা উল্টে যায় তাদের। নৌকায় থাকা তিনজন সাঁতরে চরে উঠতে সক্ষম হলেও আনোয়ার পানিতে ডুবে যান। প্রায় ১৯ ঘণ্টা পর তার মরদেহ নদীর পারে ভেসে ওঠে।
হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাসার জানান, মরদেহ ভেসে ওঠার খবর জানতে পেরে আনোয়ারের বড় ছেলে শাহজাহান ঢালী কাটাখালি থেকে মরদেহ তাদের বাড়িতে নিয়ে এসেছে। বিষয়টি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজাকে জানানো হয়েছে।