বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে

  •    
  • ৭ জুন, ২০২১ ০১:০০

‘টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি ফুলগাজী বাজারে ঢুকে প্রায় দুই শ দোকানে ঢুকছে। যেভাবে পানি ঢুকতে শুরু করেছে হয়তো রাতের মধ্যেই অধিকাংশ দোকান পানিতে তলিয়ে যাবে।’

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর পানি রোববার বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

রোববার সন্ধ্যা ৬টার দিকে বাঁধ উপচে পানি ঢুকে পড়ে ফুলগাজী বাজারে। স্লুইস গেট এলাকা দিয়ে পানি দুই শতাধিক দোকানে ঢুকতে থাকে। ক্রমাগত পানি ঢোকায় দোকান থেকে মালপত্র সরিয়ে নেন তিন শতাধিক দোকানের মালিক।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

ফুলগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. সেলিম বলেন, টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি ফুলগাজী বাজারের প্রায় দুই শ দোকানে ঢুকছে। যেভাবে পানি ঢুকতে শুরু করেছে হয়তো রাতের মধ্যেই অধিকাংশ দোকান তলিয়ে যাবে।

দ্রুত পানি ঢোকায় তাদের জন্য মালপত্র সরানো কঠিন হয়ে পড়ছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন জানান, নদীর কানায় কানায় পানি। বাঁধের দুর্বল স্থানগুলো দিয়ে পানি ঢুকে যেতে পারে। এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে।

সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামেও নদীর পানি ঢুকে পড়েছে জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘গত দুই দিন উজানের বৃষ্টির পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যেভাবে প্রবাহিত হচ্ছে হয়তো রাতের মধ্যে বেড়িবাঁধে ভাঙন দেখা দিতে পারে।’

ফেনী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন জানান, বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও উজানে বৃষ্টি থামলে পানির চাপ কমতে পারে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি তিনি জানেন। বিষয়টি তার সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

এ বিভাগের আরো খবর