গত মার্চ মাসে চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হওয়া মামলায় জিয়াউল হক নামে হেফাজতে ইসলামের এক নেতাকে ছয় দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, সহিংসতার দুই মামলায় আসামি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করতে হাটহাজারী থানার পুলিশ ১৪ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিন করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেয়।
গত ৪ মে হাটহাজারী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াউল হাটহাজারী পৌরসভার হেফাজতের নেতা।
গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এ সময় হেফাজত কর্মীরা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন।
হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, সহিংসতার ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে ৪ হাজার জনকে আসামি করে ১০টি মামলা হয়েছে। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০টি মামলায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।