বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাস্তার কাজ নিয়ে দ্বন্দ্বে ‘গুলি’, আটক ১

  •    
  • ৬ জুন, ২০২১ ১৭:২৬

আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু গুলির কোনো আলামত পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য অলি নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টা তদন্ত করে দেখছি।’

আশুলিয়ায় রাস্তার কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

তবে পুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শন করে তারা গুলি ছোড়ার কোনো আলামত পায়নি।

কাঠগড়া আমতলা এলাকায় রোববার সকালের ওই ঘটনায় আটক করা হয়েছে অলি শেখকে। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহিন পালোয়ানের ব্যবস্থাপক।

শাহিনের বিরুদ্ধেই গুলি করার অভিযোগ করেছেন একই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ফারুক আহমেদ।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে আমতলা-বেঙ্গল মোড় পর্যন্ত সাত শ মিটার সড়কে স্যুয়ারেজ লাইন নির্মাণের কাজ পাই। ঈদের আগের দিন থেকে আমার ছোট ভাই বিল্লাল হোসেন কাজের তদারকি করছিলেন। কিন্তু শাহিন জোর করে এই রাস্তার কাজ নিজে করবে বলে তাদের চাপ দিয়ে আসছিলেন।

‘এমনকি কাজ না করার শর্তে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহিন। এ ঘটনার পর আজ (রোববার) সকালে ভেকু দিয়ে রাস্তা খোঁড়ার সময় শাহিনসহ ৫-৬ জন অবৈধ অস্ত্র নিয়ে আসেন। এক পর্যায়ে আমার ছোট ভাই বিল্লালের পেটে অস্ত্র ঠেঁকিয়ে গুলি করেন। পরে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।’

এ বিষয়ে অভিযুক্ত শাহিনের ফোনে একাধিকবার কল দেয়াও হলেও তিনি ধরেননি।

তবে তার চাচা আলী আহমদ নিউজবাংলাকে বলেন, ‘আমার ভাতিজা শাহিন আমতলা-বেঙ্গল মোড়ের আশপাশের তিনটি সড়কের ৬ হাজার ৪৮০ মিটার স্যুয়ারেজ লাইন নির্মাণ কাজের অনুমোদন আনে। কিন্তু কোনোটার কাজ শুরু করিনি।

‘তবে ফারুক ও তার লোকজন নিজেদের অনুমোদিত কাজের বাইরে গিয়ে জোর করে নিক্কন হাউজিং-বিকে নিটিং সড়কের প্রায় তিন শ মিটার রাস্তা কাটছে। এটা নিয়েই তাদের সঙ্গে বিরোধ চলছিল। তবে আমি কোনো গুলির কথা শুনিনি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু গুলির কোনো আলামত পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য অলি নামে একজনকে আটক করা হয়েছে। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।’

এ বিভাগের আরো খবর