ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর উপজেলার বাঘডাঙ্গা সীমান্ত থেকে শনিবার রাতে এক নারী ও শ্যামকুড় সীমান্ত থেকে রোববার ভোরে এক নারীসহ চারজনকে আটক করা হয়। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন।
মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ও রোববার ভোরে সীমান্তে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় এক নারীকে শনিবার রাতে ও আরও এক নারীসহ বাকি চারজনকে রোববার ভোরে আটক করা হয়। তাদের বাড়ি নড়াইল জেলায়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে আসায় তাদের করোনা সংক্রমণের আশঙ্কাও করা হচ্ছে।
এ ঘটনায় মহেশপুর থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।