গত এক সপ্তাহ ধরে নেত্রকোণায় বেড়ে চলেছে করোনাভাইরাসে সংক্রমণের হার। জেলায় শনিবার ২৪ ঘণ্টায় ৬৩টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছেন।
জেলার সিভিল সার্জন সেলিম মিয়া রোববার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় ১ হাজার ১৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। গত এক সপ্তাহে শনাক্ত হয়েছে ৪০ রোগী।
গত ১ জুন জেলার কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামের আব্দুল কারিম মিয়া মারা যাওয়ার পর তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করলে ফলাফলে করোনা পজিটিভ আসে। তিনি করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
নতুন করে জেলা শহরের আরামবাগ, কুরপাড়, নাগড়ায় তিনজন, সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে একজন, কলমাকান্দা বাজার ও মুন্সীগঞ্জে তিনজন, পূর্বধলার খাটুয়ারী ও হিরিভিটে দুইজন, দুর্গাপুরের তেলুঞ্জিয়ায় একজন এবং আটপাড়ার তেলিগাতীর একজনের করোনা শনাক্ত।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন চারজন। জেলায় আক্রান্তের হার গড়ে ৭ দশমিক ২৫, সুস্থতার হার ৮৭ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যুর হার শতকরা ১ দশমিক ৮৪।
সিভিল সার্জন সেলিম মিয়া বলেন, ‘নেত্রকোণা কয়েক দিন আগেও অনেকটা নিরাপদ ছিল। তবে এক সপ্তাহ ধরে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সরকারের নির্দেশ মেনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার বিকল্প নেই।’