বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টিতে থইথই চট্টগ্রাম

  •    
  • ৬ জুন, ২০২১ ১২:১৮

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামে দ্বিতীয় জোয়ার শুরু হবে। তখন জোয়ারের পানি বিভিন্ন খাল হয়ে নগরে ঢুকে পড়তে পারে। এতে করে নগরের নিচু এলাকা আগ্রাবাদ, সিডিএ আবাসিক, বহদ্দারহাট, জিইসিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টি মানেই যে চট্টগ্রামবাসীর ভোগান্তি, সেটি দেখা গেল আরও একবার।

রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকাই তলিয়েছে পানিতে। কর্মদিবসে এই সমস্যায় ত্যক্ত-বিরক্ত নগরবাসী।

নগরের জিইসি, দুই নম্বর গেইট, প্রবর্তক মোড়, চকবাজার, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকায় কোথাও হাটু পর্যন্ত, কোথাও কোমড় পর্যন্ত পানি উঠেছে সড়কে। সকালে রাস্তায় গণপরিবহন কমে যাওয়ায় দুর্ভোগে পড়ে অফিসগামীরা।

রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বৃষ্টি হয় নগরীতে। এর পর দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি চলতে থাকে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীর চকবাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন সানজিদা মাহি। নিউজবাংলাকে তিনি বলেন, ‘একদিকে এমন বৃষ্টি, অন্যদিকে গাড়িও পাচ্ছি না। তাই বাধ্য হয়ে রিকশা নিয়ে যেতে হচ্ছে। কিন্তু মুরাদপুর-চকবাজার এলাকায় জলাবদ্ধতার কারণে ওরা ভাড়া চাইছে দ্বিগুনেরও বেশি।’

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ শহিদুল ইসলাম বলেন, ‘বর্ষা না আসলেও এখন যে বৃষ্টিপাত হচ্ছে তা মূলত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল বেলা ভাটা থাকায় নগরের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তবে বিকেলে জোয়ার আসলে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামে দ্বিতীয় জোয়ার শুরু হবে। তখন জোয়ারের পানি বিভিন্ন খাল হয়ে নগরে ঢুকে পড়তে পারে। এতে করে নগরের নিচু এলাকা আগ্রাবাদ, সিডিএ আবাসিক, বহদ্দারহাট, জিইসিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টি কমে গেলে নগরের ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট এলাকায় দুপুরে পানি নেমে গেছে। তবে নিচু এলাকা বাকলিয়া, হালিশহর ঈদগাহ, আগ্রাবাদ সিডিএসহ কয়েকটা এলাকা দুপুর পর্যন্ত পানিতে তলিয়ে আছে।

চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা। ইতোমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড জলাবদ্ধতা নিরসনে চারটি প্রকল্প নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি সিডিএর। জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়নে পাঁচ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার প্রকল্প নেয়া হয়েছে। এখনেও এর কাজ শেষ হয়নি।

প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মাঈনুদ্দিন বলেন, প্রকল্পের কাজ ৫৫ শতাংশ শেষ হয়েছে। এই বছর সুফল না মিললে ২০২২ সালে সুফল মিলবে। কাজের জন্য খালে বাঁধ দেয়াতে নগরের কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হচ্ছে।

এদিকে কর্ণফুলী নদীর তীর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়ক ও স্লুইস গেট নির্মাণের আরেকটি প্রকল্পও বাস্তবায়ন করছে সিডিএ। দুই হাজার ৩১০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি ৪৮ শতাংশ।

প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ বলেন, ‘আমার প্রকল্পের আওতায় ৮টি স্লুইস গেট নির্মাণ করা হবে। সব গেটের কাজ শুরু হয়েছে। তিনটি গেট নির্মাণ কাজ শেষ। চাক্তাই খালের মুখের গেটের কাজ শেষ হওয়াতে এবার খাতুনগঞ্জে জলাবদ্ধতা হচ্ছে না। বাকিগুলোর কাজ শেষ হলে সুফল মিলবে।’

চট্টগ্রাম মহানগরে নতুন করে একটি খাল খননের প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন। বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ২ দশমিক ৯ কিলোমিটার লম্বা ও ৬৫ ফুট চওড়া হবে এই খাল। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৫৬ কোটি টাকা। তবে এর কাজ এখনও শুরু হয়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘টাকার অভাবে আমরা ভূমি অধিগ্রহণ করতে পারছি না। সরকার টাকা বরাদ্দ দিচ্ছে না।’

বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে আরেকটি প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এক হাজার ৬২০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটিরও কাজ শুরু হয়নি।

পাউবো চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ত্রয়ন ত্রিপুরা বলেন, প্রকল্পের অবকাঠামো কাজে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। বর্ষার পর এর কাজ শুরু হবে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ডক্টর শহিদুল ইসলাম বলেন, প্রাক মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার আরও ভারী বর্ষণ হতে পারে। সোমবার বৃষ্টির মাত্রা কমতে পারে।

এ বিভাগের আরো খবর