ঝিনাইদহের কালীগঞ্জে এক লেদমিস্ত্রিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের পালপাড়া এলাকার কলার একটি বাগান থেকে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহিন হোসেনের বাড়ি ওই এলাকার বটতলা পাড়ায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন জানান, শাহিন হোসেন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন। সকালে তাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুঁজি শুরু করেন।
এরপর তাদের বাড়ির পাশে রাস্তার ওপর তার একটি জুতা পাওয়া যায়। এরপর কলার বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর মিয়া জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে জানানো হবে বলেও জানান ওসি।