সীমান্তঘেঁষা চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফার বিশেষ লকডাউনের মধ্যে শনিবার ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার প্রায় ১৪ ভাগ কমে শতকরা ৪০ দশমিক ৬৮তে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরি জানান, শুক্রবার করোনা শনাক্তের হার ছিল শতকরা ৫৫ দশমিক ১৫ ভাগ। শনিবার ২৪ ঘণ্টায় জেলার ৩৪৯টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়।
দ্বিতীয় দফার বিশেষ লকডাউনের ষষ্ঠ দিনে রাস্তায় মানুষের উপস্থিতি বেড়েছে। স্বাভাবিক রয়েছে আম বেচাকেনা।
সকাল সাড়ে ৮টার পর থেকে শহরজুড়ে বসানো ৫০টি চেকপোস্টে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ২৪৩ জনকে শনিবার সুস্থ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২ হাজার ৪৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। সুস্থতার হার ৫৮ দশমিক ৮১ শতাংশ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা আহনাফ শাহরিয়ার জানান, শনিবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে করোনা ইউনিটে পঞ্চাশোর্ধ্ব দুইজন মারা গেছেন। তাদের শরীর থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ৪৮ জন রোগী ভর্তি।