এনামুল হকসহ আরও তিনজন একসঙ্গে মাছের প্রকল্পে কাজ করছিল। এমন সময় বজ্রপাতে দুজন আহত হয়।
কক্সবাজারের মহেশখালীতে বজ্রাঘাতে এনামুল করিম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক কিশোর।
উপজেলার হোয়ানক ইউনিয়নে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এনামুল করিম হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আবদুর রহিমের ছেলে।
আহত কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, এনামুল হকসহ আরও তিনজন একসঙ্গে মাছের প্রকল্পে কাজ করছিল। এমন সময় বজ্রপাতে এনামুলসহ দুজন আহত হয়।
পরে অপর কিশোরের মাধ্যমে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এনামুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।