বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ. লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

  •    
  • ৬ জুন, ২০২১ ০১:৫৭

এসআই অপূর্ব দত্ত বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেছেন, এখানে কে বা কারা এসে গুলি করছে। আমরাও দেখলাম জানালার গ্লাস ওই রকম ভাঙা। জানালার দুই জায়গায় ছিদ্র আছে। আবার একটু গুলির মতো পিতল সদৃশ বস্তু পাওয়া গেছে।’

ঢাকার সাভারে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বিরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জানান, পূর্বশত্রুতার জের ধরে তার বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা।

এদের মধ্যে দুইজনকে তিনি চিনতে পেরেছেন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই নেতার বাড়িতে গুলি করার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেনি।

শনিবার রাতে এই সংবাদ লেখা পর্যন্ত পুলিশ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের বাড়িতে উপস্থিত হয়ে তদন্ত করছিল বলে জানা গেছে।

এর আগে রাত ১০টার দিকে আব্দুল কাদেরের বাড়ির জানালায় দুই রাউন্ড গুলি করা হয়।

আব্দুল কাদের নিউজবাংলাকে বলেন, ‘রাইতে গেট লাগাইয়া ঘরের ভিতরে আছি। অরা বাড়ির পিছন দিক দিয়া আইসা সরাসরি জানলার মইদ্দে দুই রাউন্ড গুলি করছে। জানলা দিয়া দেখছি, লোকও ঠিক (চিনতে) পাইছি। সাভার থানার পুলিশ ও ফাঁড়ির ইনচার্জসহ ওনারা ছয়-সাতজন আসছে। গুলির চিহ্নও আছে এবং গুলির মাথার অংশটাও পুলিশ পাইছে। অরা পাঁচজন ছিল। দুই জনরে চিনছি। কিন্তু বাকিদের চিনি নাই।’

কী কারণে বাড়িতে গুলি করেছে এমন প্রশ্নে বলেন, ‘কী কারণে অহন অরা তো দুর্বৃত্তকারী অরা জানে। আমি তো কোনো কারণ জানি না। আমার সঙ্গে কিছুদিন আগে ঝগড়া হইছিল রাস্তায়ও অ্যাটাক করছিল। এই শুক্রবারের আগের শুক্রবারের ঘটনা। এটা আমাদের ফাঁড়ির ইনচার্জও জানেন। আমি ২৬ মে অভিযোগও করছিলাম।’

ঘটনাস্থল পরিদর্শকারী সাভার মডেল থানার এসআই অপূর্ব দত্ত নিউজবাংলাকে বলেন, ‌‘এইটা ভাই এখনও শিওর না। আমরা এখনও ওখানে আছি, খোঁজখবর নিতেছি।

‘ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেছেন, এখানে কে বা কারা এসে গুলি করছে। আমরাও দেখলাম জানালার গ্লাস ওই রকম ভাঙা। জানালার দুইটা জায়গায় ছিদ্র আছে। আবার একটু গুলির মতো পিতল সদৃশ বস্তু পাওয়া গেছে।’

এ বিভাগের আরো খবর