হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চালুর দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ।
শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আবদুন নূর বলেন, ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবে ধ্বংস হয়ে যাওয়া স্টেশনটি সংস্কার করে ট্রেনের যাত্রাবিরতি শিগগির নিশ্চিত করতে হবে। না হলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথ অবরোধের মাধ্যমে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, তাণ্ডবের ইন্ধনদাতা জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ শীর্ষ হেফাজত নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবিও জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, জেলা জাসদের সভাপতি আখতার হোসেন সাঈদ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা জেএসডির সাধারণ সম্পাদক তৈমুর রেজা শাহজাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ অনেকে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন বাচিক শিল্পী মনির হোসেন।