নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আটুয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনায় মৃত শিশুর নাম সজল আহম্মেদ। সে ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দুপুরে পাঁচ-ছয়জন শিশুসহ সজল বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সজল পানিতে তলিয়ে যেতে থাকে। ওই সময় আরিফুল ইসলাম নামে আরেক শিশু তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায়।
ওসি আরও জানান, স্থানীয় একজন দেখতে পেয়ে পুকুরে নেমে দুই শিশুকে উপরে নিয়ে আসেন। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা সজলকে মৃত ঘোষণা করেন।
আরিফুল বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান পুলিশের এ কর্মকর্তা।