রাজধানীর উপকণ্ঠ সাভার থেকে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ আবদুর রহমান তালুকদার নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে আশুলিয়ার নবীনগর এলাকা তাকে আটক করা হয়। আবদুর রহমানের বাড়ি বরিশালের গৌরনদী থানার বার্থী ইউনিয়নে।
র্যাব-৪ (সিপিসি-২)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, মাদক বেচাকেনার জন্য নবীনগর এলাকায় মাদক কারবারিরা অবস্থান করছে- এমন তথ্য পেয়ে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আবদুর রহমানকে আটক করা হয়।
র্যাব-৪-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহমান বিভিন্ন এলাকা থেকে মাদক এনে সাভার ও আশুলিয়ায় বিক্রির কথা জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্য কেউ জড়িত আছে কি না, তাও দেখা হচ্ছে।