স্থানীয় লোকজন জানান, পাশের উপজেলা দুপচাচিঁয়ার তালোড়ায় ধান কেনাবেচা শেষে মঞ্জুরুল ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। করিরদ্বারা এলাকায় ভটভটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়ার আদমদীঘি উপজেলায় ভটভটি উল্টে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে।
উপজেলার কুন্দগ্রাম করিরদ্বারা এলাকায় শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলামের বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। হাটে ধান কেনাবেচার সুবিধার জন্য তিনি ভটভটি কিনেছিলেন।
স্থানীয় লোকজন জানান, পাশের উপজেলা দুপচাচিঁয়ার তালোড়ায় ধান কেনাবেচা শেষে মঞ্জুরুল ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। করিরদ্বারা এলাকায় ভটভটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন নিউজবাংলাকে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।