গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় আগুনে পুড়ে গেছে ২০টি বসতঘর।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়ারচালা এলাকায় সফুরুদ্দিন নামে একজনের বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাড়ির মালিক সফুরুদ্দিন জানান, তিনি আধা পাকা ঘরগুলো নির্মাণ করে পার্শ্ববর্তী কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। দুপুরে একটি ঘরে ধোঁয়া দেখতে পেয়ে পাশের কারখানার সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে দ্রুতই অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আগুনের ঘটনার সময় ভাড়াটেরা সব কারখানায় থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। এ কারণে কোনো মালপত্র বের করা যায়নি। আগুনে পুড়ে গেছে সব।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।