চট্টগ্রামে মধ্যরাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির। কোনোমতে ছেলেকে জানান সেটা। কিন্তু ছেলে জরুরি কাজে ছিলেন ঢাকায়।
কোনো উপায় না পেয়ে রাজধানী থেকেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে কল দেন তিনি (ছেলে)। তার কাছে বিস্তারিত জেনে পুলিশ অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যায় জয়নালের বাড়িতে।
নগরীর ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে বলেন, ‘জয়নাল আবেদীন নামের অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তার মধ্যরাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। তখন রাত ১টা; আশপাশের সব দোকানপাটও বন্ধ। বাড়িতে কোনো পুরুষ ব্যক্তি ছিল না।
‘তার ওপর ওই ব্যক্তির ছেলেও ছিলেন ঢাকায়। কোনো উপায় না পেয়ে ডবলমুরিং থানায় ফোন করেন তিনি। তার ফোন পেয়ে দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় আমাদের একটি টিম পাঠাই। এতে অক্সিজেন দিলে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।’
এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্তদের জরুরি প্রয়োজনে বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দিতে সব থানায় অক্সিজেন ব্যাংক গড়ে তোলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।