কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় একটি বেহাল সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি করেছেন এলাকাবাসী।
‘জনদুর্ভোগ নিরসনে গোবিন্দপুরবাসী’ ব্যানারে এলাকাবাসী উপজেলার গোবিন্দপুর বাজারের সামনে সকাল ১০টায় এই বিক্ষোভ করেন। এতে এক ঘণ্টা বাঁকচান্দা-হোসেনপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) স্থানীয় নেতা আলাল উদ্দীন। তিনি বলেন, ছয় বছর ধরে এই রাস্তাটি বেহাল। এর প্রায় ১০ কিলোমিটারজুড়ে খানাখন্দ। এত বছরেও এর সংস্কার হয়নি।
তিনি বলেন, জনদুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত সংস্কার না করা হলে কঠোর আন্দোলন হবে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক কর্মচারী ফেডারেশন কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম বলেন, উপজেলার হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে জেলা সদর ও রাজধানীতে যাতায়াত করেন। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যানবাহনও নষ্ট হচ্ছে।
সড়ক মেরামতে দ্রুত পদক্ষেপ না নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনিও।