ভোলার পূর্ব ইলিশায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন দুইজন।
পূর্ব ইলিশার পন্ডিতের হাট এলাকায় নির্মানাধীন একটি বাড়িতে শনিবার সকালে এই ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আরমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন আব্দুল মালেক ও মো. জসিম। এর মধ্যে আব্দুল মালেক ওই বাড়ির মালিক ও জসিম রাজমিস্ত্রি।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের বরাতে ওসি বলেন, প্রায় এক মাস আগে ওই বাড়িতে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। সেটির সাটারিং খুলতে শনিবার সকালে সেখানে যান তিন মিস্ত্রি। প্রথমে ট্যাংকের ভেতরে যান জসিম। তার সাড়াশব্দ না পেয়ে ভেতরে নামের বাড়ির মালিক আব্দুল মালেক।
তারা দুইজন ফিরে না আসায় উদ্ধারে নামেন মো. শাহবুদ্দিন ও মো. কবির নামের অন্য দুই মিস্ত্রি। তখন খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে ট্যাংক থেকে বের করে।
তাদের সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মালেক ও জসিমকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজন সেখানে চিকিৎসাধীন।
ওসি আরমান বলেন, হাসপাতাল সূত্রে জানা গেছে, ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে এই ঘটনা ঘটেছে।