বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১১ বছরের শিশুর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

  •    
  • ৫ জুন, ২০২১ ০৯:৫৭

সদর মডেল থানার ওসি বলেন, ‘দুই শিশু খেলতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। যেহেতু দুইজনই শিশু তাই বিষয়টি নিয়ে উভয় পরিবার ও এলাকার মুরব্বিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

হবিগঞ্জ সদরে ১১ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

‘জামাই-বউ’ খেলার ছলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মেয়েশিশুটির পরিবার।

সদর উপজেলার পাইকপাড়ায় শুক্রবার এ ঘটনা ঘটে। মেয়েশিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মা নিউজবাংলাকে জানান, শুক্রবার বিকেলে পাশের বাড়ির ১১ বছরের ছেলের সঙ্গে খেলছিল তার পাঁচ বছরের মেয়ে। তারা ‘জামাই-বউ’ খেলছিল। এর একপর্যায়ে ছেলেশিশুটি মেয়েটিকে ধর্ষণ করে।

তিনি জানান, মেয়ের চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘দুই শিশু খেলতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে মেয়েশিশুটির মা বিষয়টি থানায় জানালে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলেছে। তার ডাক্তারি পরীক্ষা করানো হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু দুইজনই শিশু তাই বিষয়টি নিয়ে উভয় পরিবার ও এলাকার মুরব্বিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ধর্ষণের শিকার শিশুর পরিবার যদি মামলা দেয় তাহলে তা গ্রহণ করা হবে।’

এ বিভাগের আরো খবর