বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আটক

  •    
  • ৫ জুন, ২০২১ ০১:১৩

পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্ষণের অভিযোগে আটক ওই যুবক নির্যাতিত কিশোরীর দূরসম্পর্কের বোনজামাই। তিন বছর ধরে কিশোরীর বাড়ির পাশে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন তিনি। শুক্রবার দুপুরে তিনি কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যান।

নোয়াখালীর চাটখিলে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ধর্ষণের অভিযোগে আটক ওই যুবক নির্যাতিত কিশোরীর দূরসম্পর্কের বোনজামাই। তিন বছর ধরে কিশোরীর বাড়ির পাশে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন তিনি। শুক্রবার দুপুরে তিনি কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যান।

পরে কিশোরীর পরিবারের লোকজন ঘটনাটি খিলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে আটক করে।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ধর্ষণের অভিযোগ পেয়ে ওই যুবককে আটক করেছে এবং নির্যাতিত কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর