বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্রুত তালা কেটে মোটরসাইকেল চুরি করতেন তারা

  •    
  • ৫ জুন, ২০২১ ০০:৫৯

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরসহ বিভিন্ন উপজেলার জনবহুল স্থান থেকে কৌশলে তালা কেটে মোটরসাইকেল চুরি করতেন।

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত মোটরসাইকেল চোর চক্রের চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা দীর্ঘদিন ধরে জনবহুল জায়গা থেকে দ্রুত তালা কেটে মোটরসাইকেল চুরি করতেন।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরী ও ত্রিশালে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ, গোলাম ফারুক, মেহেদী হাসান ও নাজমুল ইসলাম।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন শুক্রবার রাত নয়টার দিকে এসব তথ্য জানান।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরসহ বিভিন্ন উপজেলার জনবহুল স্থান থেকে কৌশলে তালা কেটে মোটরসাইকেল চুরি করতেন। চাকরিজীবী ও ব্যবসায়ীদের মোটরসাইকেল ছিল তাদের টার্গেট। বাসাবাড়ি, দোকান, ব্যাংক, জনবহুল মার্কেটের সামনে মোটরসাইকেল রেখে প্রয়োজনীয় কাজে গেলেই চক্রটি অল্প সময়ে চুরি করে পালাতেন।

তিনি আরও বলেন, নগরীতে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে চক্রটিকে ধরতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। একজনকে গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞেসাবাদে আরও তিনজনের তথ্য পাওয়া যায়। শুক্রবার সকালে ত্রিশালে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়৷

পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, চুরি করা মোটরসাইকেল তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে।

চারজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানান ফারুক হোসেন।

এ বিভাগের আরো খবর