চট্টগ্রামের বোয়ালখালীতে আবাসিক ভবনের ছয়তলার ছাদ থেকে পড়ে সিমা আক্তার নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ বছর বয়সী সিমা আক্তার এলাকার শাহ আলমের মেয়ে। তিনি পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
সিমার বড়বোন পলি আক্তার নিউজবাংলাকে বলেন, ‘সন্ধ্যায় এলাকার জনৈক খোরশেদের ছয়তলা ভবনের ছাদের র্যালিংয়ে সিমা আমার চাচাতো বোনসহ বসা ছিল। এ সময় ছাদে আমিও ছিলাম। হঠাৎ সিমা র্যালিং থেকে উল্টে নিচে পড়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, ‘সন্ধ্যায় ছয় তলার ছাদ থেকে পড়া ওই স্কুলছাত্রীকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’