ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম পাড়তে উঠে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত জামাল উদ্দিন উপজেলার পাগলা থানার ১০ নম্বর উস্থি ইউনিয়নের খিলগাঁও গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জিন্নাহ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকাল সাতটার দিকে জামাল নিজ বসতবাড়ির উঠানে গাছ থেকে জাম পাড়তে ওঠেন। মগডালে বসে জাম পাড়ার সময় হঠাৎ ডাল ভেঙে মাটিতে পড়ে জখম হন। এ সময় জামালকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, এর আগে রোববার সকাল নয়টার দিকে উস্থি ইউনিয়নের উস্থি গ্রামে জাম পাড়ার জন্য গাছে ওঠেন খোকা মিয়া। চিকন ডাল ধরে ফল পাড়ার সময় হঠাৎ সেটি ভেঙে মাটিতে পড়ে যান তিনি।
পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাম পাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি।