সাতক্ষীরায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক নারীসহ দুইজন মারা গেছেন।
শুক্রবার দুপুরে জেলার সিভিল সার্জন হোসেন সাফায়েত নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের ইমরান মোড়লের স্ত্রী আয়শা খাতুন ও শ্যামনগর উপজেলার রঘুনাথপুর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী শাহিনা খাতুন।
সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত আয়শা খাতুন ১ জুন ও শাহিনা খাতুন ৩ জুন সকালে করোনা ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে আলাদা সময়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার ভোরে দুইজনের পরিবার মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।
এ ছাড়া, কাছাকাছি সময়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের দ্বীন ইসলাম ও কালিগঞ্জের কালিকাপুর গ্রামের আলী আহমদের স্ত্রী নুর নাহার মারা যান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মোট ৫২ জন ও করোনার উপসর্গ নিয়ে ৭২ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া জেলার অন্য বেসরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন প্রায় ৩০০ জন।
এদিকে, শনিবার সকাল ৬টা থেকে আগামী সাত দিনের জন্য জেলায় লকডাউনের ঘোষণা করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
তিনি জানান, লকডাউন বাস্তবায়নে এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।