বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

  •    
  • ৪ জুন, ২০২১ ১৩:০৪

রাত সোয়া ৩টার দিকে হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বাসের যাত্রী শফিকুল নিহত হন।

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় বাসের এক যাত্রীসহ ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

উপজেলার হাজির বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী শফিকুল ইসলামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার লঙ্গারচরে। নিহত ট্রাকচালক ইয়াকুব মোল্লার বাড়ি নড়াইলে। তিনি ভালুকার সিডস্টোর এলাকায় থেকে ট্রাক চালাতেন।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি জানান, জামালপুরের সানন্দবাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি বাস। ভালুকায় হাজির বাজার এলাকায় পৌঁছালে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে ঠিক করছিলেন চালক ও তার সহকারীরা।

রাত সোয়া ৩টার দিকে হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি।

ওসি আরও জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই বাসের যাত্রী শফিকুল নিহত হন। ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ইয়াকুব মোল্লা ও দুই সহকারী আহত হন।

তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর