গত ৩০ এপ্রিল মারা যান আনওয়ার হোসেন নামে সিলেটর এক আইনজীবী। এক মাসের বেশি সময় পর এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করে পরিবার। মামলায় ওই আইনজীবীর স্ত্রী শিপা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী জানান, সিলেট নগরের তালতলা এলাকায় নিহতের বাসা থেকে বুধবার গভীর রাতে শিপাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিপা বেগমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর এক আবেদনে নিহতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের অনুমতিও চাওয়া হয়েছে। এ দুটি আবেদনের ওপর আগামী রোববার শুনানি হওয়ার কথা রয়েছে।
পুলিশ কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, প্রায় এক মাস আগের এই মৃত্যুর ঘটনায় মঙ্গলবার থানায় মামলা করেন নিহতের ভাই মনোয়ার হোসেন। পরকীয়া প্রেমের জেরে আনওয়ার হোসেনকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে নিহতের খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও স্ত্রী শিপা বেগমকে দ্বিতীয় আসামিসহ আট জনের নামসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, অভিযোগের বিষয়গুলো মাথায় রেখে পুলিশ তদন্ত চালাচ্ছে। স্ত্রীর পরকীয়া প্রেমের কারণেই আনওয়ার হোসেনকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশেরও।নিহতের পরিবার জানিয়েছে, গত ৩০ এপ্রিল সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। পরদিন বিকেল ৩টার দিকে স্ত্রী শিপা বেগম সবাইকে জানান, আনোয়ার হোসেন ডায়াবেটিকসে রক্তে সুগার কমে যাওয়ায় মারা গেছেন। পরে তাকে নিজের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপার গ্রামে দাফন করা হয়।