রংপুরের পীরগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৯ মে উপজেলার পাটগ্রাম এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করেন স্থানীয় রনি, আক্তারুল, মামুনসহ চার যুবক। সামাজিক কারণে সে সময় বিষয়টি চেপে গিয়েছিলেন ওই গৃহবধূ।
বৃহস্পতিবার সকালে স্বামীকে বিষয়টি জানিয়ে চার যুবকের নামে ওই গৃহবধূ ধর্ষণ মামলা করেন।
মামলার পর পীরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রনি, আক্তারুল ও মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র বলেন, গ্রেপ্তারকৃতদের থানায় রাখা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে।