মানিকগঞ্জের শিবালয়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে আইয়ুব আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তিনজন।
ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ নিশ্চিত করেছেন।
নিহত আইয়ুব আলীর বাড়ি শিবালয় উপজেলার শিবরামপুরে।
এ ঘটনায় অটোরিকশাচালক জহিরুল ইসলামসহ সাইমন হোসেন ও খালিদ মিয়া নামের তিনজন গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি অটোরিকশার সংর্ঘষ হয়। সংঘর্ষে অটোরিকশাচালকসহ চারজন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।
চালকসহ বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’