বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টিতে খেলতে গিয়ে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

  •    
  • ৩ জুন, ২০২১ ১৭:২২

স্থানীয় ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান জানান, দুপু‌রের দি‌কে বৃ‌ষ্টি শুরু হ‌লে ওই শিশুরা তা‌দের বা‌ড়ির পা‌শের কৃ‌ষিজ‌মি‌তে খেলতে যায়। সেখানে তখন কাজ করছিলেন নূরন্নবী। এ সময় বজ্রপাত হলে তারা সবাই আহত হয়।

ভোলার চরফ্যাশনে বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চরফ্যাশনের শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের দক্ষিণ মাদ্রাজ গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের কুদ্দুস মাঝির ছেলে ১১ বছরের জহিরুল ইসলাম সাগর ও আব্দুস সাত্তারের ছেলে ৯ বছরের সিফাত হোসেন শান্ত।

এ সময় আহত হয়েছেন কৃষক মো. নূরন্নবী ও আট বছরের ইব্রাহীম।

স্থানীয় ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মাহাবুব আলম খোকন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন। তিনি জানান, দুপু‌রের দি‌কে বৃ‌ষ্টি শুরু হ‌লে ওই শিশুরা তা‌দের বা‌ড়ির পা‌শের কৃ‌ষিজ‌মি‌তে খেলতে যায়। সেখানে তখন কাজ করছিলেন নূরন্নবী।

এ সময় বজ্রপাত হলে তারা সবাই আহত হয়। স্থানীয়রা তা‌দের উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহতরা সেখানে চিকিৎসাধীন।শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) র‌ফিকুল ইসলামও ঘটনার সত‌্যতা‌ নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো খবর