গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার দুপুরে মারুফা ও মহিমা বাড়ির পাশে ডোবার ধারে বসে খেলছিল। তখন কোনো এক সময় তারা পানিতে পড়ে ডুবে যায়।
নাটোরের গুরুদাসপুরে ডোবার পানিতে ডুবে ছয় বছরের যমজ বোনের মৃত্যু হয়েছে।
তারা হলো, উপজেলার দস্তানগর গ্রামের রাজদুল ইসলামের মেয়ে মারুফা ও মহিমা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার দুপুরে মারুফা ও মহিমা বাড়ির পাশে ডোবার ধারে বসে খেলছিল। তখন কোনো এক সময় তারা পানিতে পড়ে ডুবে যায়।
ওসি বলেন, অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে ডোবার পানিতে ভাসতে দেখা যায় দুই শিশুর দেহ। তাদের তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।