মজুরি বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করা কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের অফিসের সামনে এই কর্মসূচিতে অংশ নেন ১৫৪ জন কর্মচারী।
এসময় তারা বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
দৈনিক মজুরি ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন সমিতির সভাপতি সাইদুল আলম মুন্সী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে ১৫৪ জন কর্মচারী কর্মরত রয়েছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০০ টাকা করে মজুরি দিলেও এ বিশ্ববিদ্যালয়ে এখনও মাত্র ২০০ টাকা মজুরি দেয়া হচ্ছে। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
মজুরি বাড়ানোর পাশাপাশি চাকরি স্থায়ী করারও দাবি জানান তিনি।