চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় দুই নারী ও পারাপারে সহায়তাকারী এক দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জীবননগর উপজেলার সীমান্তসংলগ্ন নতুন তেঁতুলিয়া বটতলা মোড় এলাকা থেকে সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন।
মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান দুপুরে নিউজবাংলাকে জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছেন, এমন সংবাদের ভিত্তিতে সকালে নতুন তেঁতুলিয়া বটতলা মোড় এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে আসায় তাদের করোনা সংক্রমণের আশঙ্কাও করা হচ্ছে।
এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেছে বিজিবি। পরে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।